শারীরিক প্রতিবন্ধী ওহাব আলী বিশ্বাস শারীরিক প্রতিবন্ধীতার কারনে খুব কষ্ট করে এইচ.এস.সি পর্যন্ত পড়াশুনা করার পর আর পড়াশুনা সম্ভব হয়নি। তিনি গ্রহশিক্ষক হিসাবে কোন রকম দিন অতিবাহিত করছিলেন। এমন সময় উপজেলা সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া সদর কুষ্টিয়ায় হতে প্রতিবন্ধীদের ব্যক্তদিরে পূর্নবাসন কার্যক্রম বাস্তবায়ন খাত থেকে ঋন প্রাপ্তির জন্য আবেদন করেন এবং ২০১২ সালে ১০০০০/= (দশ হাজার) ঋণ নিয়ে উক্ত টাকা দিয়ে ছোট্ট একটি মুদির দোকান শুরু করেন। লভ্যাংশ দ্বারা কিস্তি পরিষোধ করেন। ২য় বার ২০১৪ সালে পুনরায় ১৫০০০/= (পনের হাজার) টাকা ঋন উত্তোলন করে ব্যবসার পরিধি বৃদ্ধি করেন এবং লভ্যাংশ দ্বারা ঋনের টাকা পরিষোধ করেন। ৩য় বার ২০১৬ সালে ২০০০০/= (কুড়ি হাজার) ঋন নিয়ে ব্যবসাকে আরো প্রসার করেন এবং লভ্যাংশ দ্বারা নিয়মমত ঋনের টাকা পরিষোধ করেন। বর্তমানে আরো ব্যাবসায়কি উন্নতি ও প্রসারের জন্য ৩০০০০/= (ত্রিশ হাজার) ঋনের আবেদন করেছেন। উত্তোর উত্তোর তাদের ব্যাবসা উন্নতির দিকে এগোচ্ছে। বর্তমানে তাদের দোকানে প্রায় ১৫০০০০/= (এক লক্ষ পঞ্চাশ হাজার) মালামাল রয়েছে। প্রতি মাসে দোকান থেকে তাদের প্রায় ৮০০০/= (আট হাজার) থেকে ১০০০০/= (দশ হাজার) মুনাফা হয়। উপজেলা সমাজসেবা অফিস কুষ্টিয়া সদর থেকে ঋন প্রদান না করলে তাদের মত শারীরিক প্রতিবন্ধীর পক্ষে এই ব্যাবসা পরিচালনা করা সম্ভব হতোনা বলে মতামত ব্যক্ত করেছেন। সমাজসেবার সহযোগিতা পেয়ে তিনি অত্যন্ত খুশি। তার মত সমাজের অন্যান্য প্রতিবন্ধীরা সমাজসেবা থেকে ঋন গ্রহন করে যাতে স্বাবলম্বী হতে পারে সেই আশা ব্যক্ত করেছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS